আর তাই আজ আমরা আলোচনা করব - যৌন দুর্বলতার কারন , প্রতিকার এবং সমাধান / চিকিৎসা সম্পর্কে ।
কারনসমূহ
যৌন দুর্বলতার কারন হিসাবে আমরা প্রথমেই যৌনতা সম্পর্কে জ্ঞান না থাকার বিষয়টিকে উল্লেখ করতে পারি , যৌনতা সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের পুরুষরা তাদের যৌবন শুরুর পর্যায়ে অতিরিক্ত পরিমান হস্তমৈথুন / মাস্টারবেশন করা সহ বিভিন্ন ধরনের ভুলত্রুটি করে থাকে , যা পরবর্তীতে একজন পুরুষের মাঝে ব্যাপক আকারে যৌন দুর্বলতা সৃষ্টি করে । এছাড়া ঠিক মত খাওয়া-দাওয়া না করা , পর্যাপ্ত না ঘুমানো , অতিরিক্ত মানষিক টেনশন করা , অতিরিক্ত পরিশ্রম করা , অতিরিক্ত সৌখিনতার সহিত জীবন-যাপন পালন করার ফলেও দেখা দিতে পারে যৌন দুর্বলতা নামক সমস্যা । এছাড়া অতিরিক্ত সহবাস , পর্ণ মুভি দেখা , অতিরিক্ত যৌনতা নিয়ে চিন্তা করার কারনেও হতে পারে যৌন দুর্বলতা । পাশাপাশি অনেকের ক্ষেত্রে বিয়ে বহির্ভূত সহবাস এর সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি অথবা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার ফলে মনে ভীতি সঞ্চারের মাধ্যমে পরবর্তীতে হতে পারে যৌন দুর্বলতা । এছারাও ডায়বেটিক্স , অতিরিক্ত মেদ-ভুঁড়ি , শারীরিক দুর্বলতা , সঙ্গীর প্রতি ভালোবাসার অভাব আপনার জীবনে যৌন দুর্বলতার জন্য দায়ী হতে পারে । অনেক সময় সাময়িক আনন্দের জন্য ওয়ান টাইম ট্যাবলেটগুলো অথবা তথাকথিত ভুয়া ডাক্তারদের দেওয়া বিভিন্ন যৌনশক্তিবর্ধক ঔষধ সেবনে
র ফলে সারাজীবনের জন্য যৌন দুর্বলতা সৃষ্টি হতে পারে আপনার শরীরে ।
প্রতিকার
আমাদের দেশের পুরুষদের এই যৌন দুর্বলতার নামক প্রকট সমস্যা থেকে মুক্ত করতে হলে প্রথমেই প্রয়োজন যৌনতা বিষয়ক জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেয়া , সকলকে বুঝাতে হবে যৌনতা মানেই খারাপ নয় , যৌনতা মানেই লজ্জার নয় , সুস্থ সুন্দর ভাবে বাঁচতে হলে যৌনতা বিষয়ক জ্ঞানের প্রয়োজন অপরিহার্য , এই বিশেষ জ্ঞানের মাধ্যমে যৌনতার প্রয়োজন , যৌনশক্তি ধরে রাখার উপায় , অতিরিক্ত হস্তমৈথুন / মাস্টারবেশন করার কুফল , যৌবনের সময় করনীয় এবং বর্জনীয় সহ যৌনতা সম্পর্কে শিক্ষণীয় জ্ঞানের ব্যাবস্থা করতে হবে । এছাড়া প্রতিটি পুরুষের যৌন দুর্বলতা নামক এই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পর্যাপ্ত খাবার-দাবার গ্রহন , পর্যাপ্ত ঘুম , ব্যায়াম , মানুষিকভাবে উৎফুল্ল থাকা তথা স্বাভাবিক নিয়মে জীবন-যাপনের অভ্যাস করতে হবে । পাশাপাশি যৌন বিষয়ক অতিরিক্ত চিন্তা , অতিরিক্ত সহবাস , বিয়ে বহির্ভূত সহবাস থেকে নিজেদের মুক্ত রাখতে হবে । এছাড়া প্রত্যেক বাবা-মার উচিত তার সন্তানের যৌবন শুরুর পর্যায়ে শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া । এছাড়া সাময়িক আনন্দের জন্য ওয়ান টাইম ট্যাবলেটগুলো সেবন থেকে অবশ্যই বিরত থাকতে হবে ।
No comments:
Post a Comment